কাজী শফিক হজ গ্রুপ –এর ব্যবস্থাপনায় পবিত্র উমরা হজ গমনেচ্ছুক দ্বিতীয় ব্যাচের যাত্রীদের নিয়ে পবিত্র উমরা হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের মুক্তারপাড়াস্থ কাজী শফিক হজ গ্রুপ কার্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলহাজ মাও. আতাউর রহমান লস্কর সাহেবের সভাপতিত্বে অনুষ্টিত ট্রেনিং প্রোগামে উমরার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আলহাজ কাজী মাও. মোহাম্মদ শফিকুল ইসলাম । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দ্বীনি সিনিয় মডেল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাও . আলী নুর, প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাও. মফিজুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন শহরের হাছননগর মাদরাসার মুহতামিম মাও. দিলওয়ার হোসেন, মাও. আব্দুল্লাহ আকন্দ, হাজী ডা. এম এ ওয়ারিশ (কবি ও গীতিকার) , হাফেজ জালাল উদ্দিন, হাফেজ মো: ইলিয়াস, কারী মাও. নাজমুল হুদা, সাংবাদিক রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে দ্বিতীয় ব্যাচের এই গ্রুপটি আগামী ২১ ডিসেম্বর সিলেট উসমানি বিমান বন্দর ত্যাগ করবে এবং ০৫ জানুয়ারী সরাসরি সিলেটে ফিরবে।