বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
মোঃ শাহ আলম::
সুনামগঞ্জ সদর উপজেলায় গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী হিসেবে শনিবার (২৬ ফেব্রুয়ারি) কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সহযোগিতায় উক্ত ভেন্যুতে দিন ব্যাপী কর্মসূচীতে ৪৫০ জন প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষদের কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন স্বাস্থ্য কর্মী মোঃ সোহাগ মিয়া, কোনাপাড়া স্বাস্থ্য ক্লিনিকের হেল্থ প্রোভাইটার আছমা আক্তার, এম এইচ ভি পারভীন আক্তার, সালমা আক্তার, মোছাঃ রাবেয়া আক্তার কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, সহ সভাপতি নোমান আহমেদ মামুন, সংগঠনের কোষাধ্যক্ষ ইলিয়াছ উদ্দিন, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ আশিকুর জামান ফরহাদ, পরিবেশ সম্পাদক মোঃ মামুন আহমেদ, সদস্য আব্দুর রহমান তনয়, মোঃ আরিফ মিয়া, মুরাদ আল সাঈদ, মোঃ সুজন মিয়াসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রসিদ আহাম্মদ , ১নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব কুমার দাস কেন্দ্র পরিদর্শনে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী প্রচারনা, ভ্যাকসিন কার্ড অন লাইন নিবন্ধনসহ এবং স্বাস্থ্য কর্মীদের সার্বিক সহযোগিতা করায় সন্তুষ্ট প্রকাশ করেন।