বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা::
সুনামগঞ্জ জেলা উত্তর জনপদের মানুষের শহরের যাতায়তের প্রধান সড়ক এবং নদী পারাপারের প্রধান মাধ্যম ধারারগাও-হালুয়ারঘাটের গোদারাঘাট। শস্যভান্ডার উত্তরপাড়ের কৃষকদের উৎপন্ন শাক-সবজিসহ বিভিন্ন শস্য সুনামগঞ্জ শহরসহ দেশের বিভিন্ন স্থানের রপ্তানি করা হয়। একমাত্র রাস্তা দিয়ে এলাকার সকল শ্রেণি মানুষের যাতায়ত করতে হয়। রোগী ও জরুরী কাজে মানুষের সুরমা নদী পারাপারের সময় চরম ভোগান্তি লক্ষ করা যায়।
ধারারগাও-হালুয়ারঘাট সেতু নির্মাণ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী। সুনামগঞ্জ-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব পীর ফজলুর রহমান মিসবাহ্ মহান সংসদ বরাবরে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে আসছেন। কিন্তু সেতু নির্মান বিলম্ব হওয়ায় এলাকার মানুষের মাঝে দুর্ভোগের মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখিত ছবি, রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আফিজ আলীর অসুস্থ্ মেয়েকে (১৯) মুমূর্ষ অস্থায় চিকিৎসা নেয়ার জন্য শহরের যাওয়ার পথে উক্ত স্থানে নদী পারাপারে জঠিলতা সৃষ্টি হয়। রিপোর্ট তৈরি পর্যন্ত রোগী সুনামগঞ্জ সুরমা ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। নৌকায় উপস্থিত মানুষের ভাষায় চিকিৎসা নেওয়ার জন্য কঠিন রোগী নদী পারাপারে অনেক সময় এখানেই মারা যায়।
এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ধারারগাও-হালুয়ারঘাটে সেতু নিমার্ণ এখন সময়ের দাবী।