রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া বৃষ্টির ধারায় মুছে যাক “রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে উৎসাহিত করি” মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ ফেনিবিল ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের অমর একুশে উদযাপন ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত তৃতীয় বারের মত অনুষ্ঠিত হয়ে গেলো দাখিল ২০০৪ ব্যাচ এর মিলনমেলা কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের শীত বস্ত্র বিতরণ

সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী যারা

সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী যারা

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৫০৮ ভোট। 
নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪১৭ ভোট। 
দক্ষিণ সুনামগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা বিএনপির বহিস্কৃত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৩৫,১৪২ ভোট। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম নৌকা প্রতীকে পেয়েছেন ২২,২০৭ ভোট। 
শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লা আল মাহমুদ, তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২৪,৯৮১ ভোট। 
প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. অবনী মোহন দাস আনারস প্রতীকে পেয়েছেন ১৯, ৩০৩ ভোট। 
দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী, মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২০,৯২২ ভোট। 
নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় নৌকা প্রতীকে পেয়েছেন ২০,৮৬০ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ১৬,৯২৮ ভোট ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় ঘোড়া প্রতীকে পেয়েছেন ২০,১৯৮ ভোট।
বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা সফর উদ্দিন, তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২৩,২৫২ ভোট। বর্তমান চেয়ারম্যান বিএনপি’র হারুন অর রশিদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫,৩৭৪ ভোট। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার নৌকা প্রতীকে পেয়েছেন ১৭,৬০১ ভোট। 
তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫০,৪০৪ ভোট। 
প্রতিদ্বন্দ্বি জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনিসুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪,৩৩০ ভোট।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম, তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩১,৫৮৩ ভোট। প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভির আশরাফি বাবু কাপ পিরিস প্রতীকে পেয়েছেন ২০,১২১ ভোট। 
ধর্মপাশা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৭,৪৭৫ ভোট। 
প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শামীম আহমেদ মুরাদ নৌকা প্রতীকে পেয়েছেন ২৯,৩৭২ ভোট। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৪ ভোট।
ছাতক উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ফজলুর রহমান, তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৬৬,১৩০ ভোট। 
প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল কাপ পিরিস প্রতীকে পেয়েছেন ২৭,২৩৮ ভোট।

Sunamganjerkhabor


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com