বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্ব নবীর আগমনে, সুরভিত পরিবেশে পুলকিত বিশ্ব আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া বৃষ্টির ধারায় মুছে যাক “রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে উৎসাহিত করি” মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ ফেনিবিল ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের অমর একুশে উদযাপন ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত তৃতীয় বারের মত অনুষ্ঠিত হয়ে গেলো দাখিল ২০০৪ ব্যাচ এর মিলনমেলা

নিজ ঘরে বসে, আরবি ও ইংরেজি শিখুন একেবারে সহজে

নিজ ঘরে বসে, আরবি ও ইংরেজি শিখুন একেবারে সহজে

করোনাকালীন সময়ে প্রত্যেকটি ঘরই হবে একটা শিক্ষা প্রতিষ্ঠান, বাসার রুমগুলো হবে শ্রেণিকক্ষ, মা-বাবা হবেন শিক্ষক। সন্তান কে আরবি ও ইংরেজি ভাষাশিক্ষার পুরো কাজটা তদারকি করব আমরা।

করোনাকালে হতাশা ও অলসতা ভেঙ্গে আপনি যদি প্রতিদিন সকাল ৫.৩০ থেকে ৭.০০ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে একটানা ৯০দিন আমাদের সফরসঙ্গী হোন, তাহলে আপনি আরবি ভাষায় কথা বলতে, অর্থ সহ কোরান-হাদিস বুঝে বুঝে অধ্যয়ন করতে, ইংরেজি ভাষা বুঝতে ও কথা বলার চর্চা করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

সরকারি ও বেসরকারি চাকরি, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশ যাত্রা, সাংবাদিকতা, পৃথিবীর অধিকাংশ মানুষের সাথে যোগাযোগ, ধর্মীয় শিক্ষা, জ্ঞান চর্চা সবকিছুর সাথেই এ ভাষাদুটো ওতপ্রোতভাবে জড়িত।

তাই ভাষা শিক্ষায় আমরা দক্ষ মেন্টরদের বিভিন্ন অডিও, ভিডিও, চিত্রের আলোকে আপনাকে প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে ভাষা শিখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে অভিজ্ঞ কোচ ও চিকিৎসকের ভূমিকা পালন করব।
আরবি ভাষায় আমাদের ক্লাস নিচ্ছেন কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষায় গবেষণারত, পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ফর ট্রেনিং টিচারর্স অব অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টু নন-ন্যাটিভ স্পিকার এ প্রশিক্ষণপ্রাপ্ত মোঃ তাজুল ইসলাম কাওসার। ইংরেজি ভাষা শেখাচ্ছেন শিক্ষা ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান মাল্টি অ্যাকসেস অ্যাকাডেমি (MAA)এর প্রতিষ্ঠাতা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুতাসিম বিল্লাহ।

যে কোন বয়সের যে কেউ আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
কোর্সটি শেষে আপনি আরও যা পাবেন?
২. ৩মাসের ভাষা শিক্ষার সনদপত্র দেওয়া হবে
৩. ‘মাল্টি অ্যাকসেস অ্যাকাডেমি (মা) এর ল্যাঙ্গুয়েজ ক্লাবের আজীবন সদস্য হবেন।
ভর্তি প্রক্রিয়া ও কোর্সের বিবরণ
১. মোট ক্লাস ৯০ টি।
৩. প্রতিদিন ক্লাস ১.৩০ঘণ্টা, সপ্তাহে ৭দিন ক্লাস।
৪. ক্লাসের সময় সকাল ৫.৩০ থেকে ৭.০০
৭. ভর্তি ফি ১০০০/- (এক হাজার টাকা )
৮. কোর্স ফি ২০০০/-(দুই হাজার টাকা)।
বি.দ্র. পূর্ণাঙ্গ ফি দিতে অক্ষম শিক্ষার্থীদেরকে আলোচনা সাপেক্ষে ছাড় দেয়া হবে।

আয়োজন
Multi Access Academy (MAA)
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01313923586
01611144430

বিজ্ঞপ্তি


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com